Viral Married Life: অবাক দাম্পত্যে প্রাক্তন স্বামীকে নিয়েই নতুন বরের সঙ্গে সংসার নববধূর! কারণ জেনে মুগ্ধ সোশ্যাল মিডিয়া Viral Married Life: তিনি স্বামীগৃহে তো এলেনই। একা নন। সঙ্গে নিয়ে এলেন প্রাক্তন স্বামীকেও। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি স্বভাবতই।
Viral Married Life: অবাক দাম্পত্যে প্রাক্তন স্বামীকে নিয়েই নতুন বরের সঙ্গে সংসার নববধূর! কারণ জেনে মুগ্ধ সোশ্যাল মিডিয়া
Viral Married Life: তিনি স্বামীগৃহে তো এলেনই। একা নন। সঙ্গে নিয়ে এলেন প্রাক্তন স্বামীকেও। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি স্বভাবতই
বিয়ের পর স্বামীর ঘরে আসেন মেয়েরা। এই রীতি প্রচলিত বিশ্বের অধিকাংশ সমাজব্যবস্থায়। সেই রীতিতে নতুন দিক যোগ করলেন এক বধূ। তিনি স্বামীগৃহে তো এলেনই। একা নন। সঙ্গে নিয়ে এলেন প্রাক্তন স্বামীকেও। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি স্বভাবতই।
ইন্টারনেটে তীব্র চর্চিত বা আলোচনার কেন্দ্রে থাকা এই নববধূর নাম ক্রিস। ৩৮ বছর বয়সি এই তরুণী সম্প্রতি বিয়ে করেছেন ৩৬ বছরের জেমস আর্মস্ট্রং-কে। বিয়ের আগে জেমসের কাছে একটি বিশেষ শর্ত রেখেছিলেন ক্রিস। বলেছিলেন, বিয়ের পর তাঁর সঙ্গে আনবেন প্রাক্তন স্বামী ব্র্যান্ডনকেও। হবু স্ত্রীর প্রস্তাবে অরাজি হননি জেমস। সংবাদমাধ্যমে প্রকাশ, ব্র্যান্ডনকে যথেষ্ট যত্ন করেন জেমস। শুধু তাই নয়। স্ত্রী ক্রিসের সঙ্গে জেমসও এখন ব্র্যান্ডনের স্থানীয় অভিভাবক।

Comments
Post a Comment